Wednesday, February 15, 2023

Tag: Banking 1

Banking

YT: Banking 1: Basics of Banking 

In fintech and banking, API is used as a method of communication between third parties and online banking systems.

What is SLR in bank?

Statutory Liquidity Ratio popularly called SLR is the minimum percentage of deposits that the commercial bank maintains through gold, cash and other securities.


What is Cash Reserve Ratio (CRR)? 

Under cash reserve ratio (CRR), the commercial banks have to hold a certain minimum amount of deposit as reserves with the central bank.

BD Banking

What is SLR rate in Bangladesh?

The private sector lender will be allowed to keep only 3.25% SLR of its term and demand deposits from 2022 to 2024.

 The Banking Industry of Bangladesh 

ব্যাংকারদের পদোন্নতির জন্য ব্যাংকিং ডিপ্লোমা কতটা জরুরি? 

---- A) ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পরিচালনা করে। এর একটি হলো জুনিয়র অ্যাসোসিয়েট ডিপ্লোমা, যার লক্ষ্য ব্যাংকিং সম্পর্কে প্রাথমিক এবং মৌলিক জ্ঞান দেওয়া। অন্যটি ডিপ্লোমা অ্যাসোসিয়েট, যার উদ্দেশ্য হলো ব্যাংকিং এবং সংশ্লিষ্ট বিষয়ে উন্নত জ্ঞান আহরণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।

----- B) একজন খুব সিনিয়র ব্যাংকার যিনি ফিন্যান্স ও ব্যাংকিং উভয় ক্ষেত্রেই স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন, তিনি ম্যানেজমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং লেন্ডিং অপারেশনস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট কোর্সে পাস করতে ব্যর্থ হন। 

----- C) একজন ব্যাংকার যিনি ব্যবসায় প্রশাসন, বিশেষ করে ফিন্যান্স ও ব্যাংকিং-এ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন, তিনি ব্যাংক পরিচালনার জন্য প্রয়োজনীয় অনেক মৌলিক ও উন্নত কোর্স পড়াশোনা করেন। তাঁরা মৌলিক ব্যাংকিংয়ের সঙ্গে সঙ্গে ব্যাংক ফান্ড ম্যানেজমেন্ট, ক্রেডিট ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল টেকনোলজি, করপোরেট ও রিটেইল ব্যাংকিং, ইসলামিক ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং, সেন্ট্রাল ব্যাংকিং, মনিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসিসহ অন্যান্য অনেক কোর্স পড়ে থাকেন। তাঁরা এই কোর্সের মূল বিষয় জানেন এবং ব্যাংক পরিচালনার ক্ষেত্রে অধিত জ্ঞান প্রয়োগ করতে পারেন। 

----- D) প্রতিটি ব্যাংকের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে বিভিন্ন স্তরের ব্যাংকারদের জন্য ক্রমাগত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে ব্যাংকারদের ব্যাংকিং কার্যক্রম এবং ঝুঁকি ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থার সঙ্গে পরিচয় করানো হয়। প্রশিক্ষণগুলোতে অভিজ্ঞ ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা সেশন পরিচালনা করে থাকেন।

----- E) এই প্রশিক্ষণ এককালীন নয় বরং ধারাবাহিক। এ ছাড়া ব্যাংকারদের অন্যান্য প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়, যা মূলত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) পরিচালনা করে। ব্যাংকগুলো তাদের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে ব্যাংক কর্মকর্তাদের এই প্রতিষ্ঠানে পাঠায়। তদুপরি, ব্যাংকিং বিষয়ে উন্নত জ্ঞান অর্জনের জন্য কিছু ব্যাংক তাদের ব্যাংকারদের বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠায়।

India Banking

What is the maximum limit of CRR?

Though the permissible range of CRR rate is between 3 to 15%, the current CRR of India is 3%. That means banks have to keep 3 rupees with the RBI whenever their deposit increases by 100 rupees.


US Banking 

List of largest banks in the United States

A) Banking in the United States began by the 1780s along with the country's founding and has developed into highly influential and complex system of banking and financial services. Anchored by New York City and Wall Street, it is centered on various financial services namely private banking, asset management, and deposit security. 

Money creation in the fiat system — a balance sheet analysis of central banks and banks


No comments:

Post a Comment